সাস্টটেনেবেল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ
নিজস্ব প্রতিবেদক: বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। কোম্পানীটিকে ‘সাস্টটেনেবেল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানীর অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে বীমা খাতের বেস্ট সিইও অফ দা ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এ সংস্থাটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ড দু’টি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ।
ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করলো। দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানির সিইও মোঃ কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের প্রথম জীবন বীমা কোম্পানি ও বেসরকারী খাতে বীমা ব্যবসায় পথিকৃত। চলতি বছরে কোম্পানিটি বীমা খাতে অবদান রাখায় বীমা দিবসে জাতীয় পুরস্কার, শীর্ষ করদাতার সম্মাননা, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করে।