আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

কিছুতেই স্বস্তি ফিরছে না পুঁজিবাজারে, হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : কিছুতেই স্থিতিশীলতায় ফিরছে না দেশের পুঁজিবাজারে। ফলে কোন উদ্যোগেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। আশার প্রতিফলন পাচ্ছেন না বিনিয়োগকারীরা। দীর্ঘদিন থেকে ধৈর্য্য ধরে আস্থার প্রতিফল পাচ্ছেন না। একদিন উত্থান হলে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়। আশা জাগে এই বুঝি পুঁজিবাজার উত্থানে ফিরল। তবে এরপরই আবার কয়েক কর্মদিবস টানা পতন দেখা যায় পুঁজিবাজারে। এতে হতাশা ঘিরে ঘরে বিনিয়োগকারীদের। ভুক্তভোগিরা প্রতিনিয়তই আশা নিয়ে বিনিয়োগ করছেন আর প্রতিবারই লোকসানী হচ্ছেন। পোর্টফোলিও থেকে মাইনাস হচ্ছে পুঁজি। মূলত এ কারণেই তাদের দুচিন্তা আরও ভারী হচ্ছে।

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা রেখে দেশ ছাড়ার পর ক্ষমতায় আসেন অন্তর্র্বতী সরকার। অন্তর্র্বতী সরকার দেশের অন্যান্য খাতের মতো পুঁজিবাজারকে স্থিতিশীলতা ফিরাতে নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য সংস্থায় পরিবর্তন আনেন। সরকার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়।

বাজারকে স্থিতিশীলতায় ফিরাতে টাস্কফোর্স গঠনসহ নানা উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দফায় দফায় বৈঠক করেছে স্টেক হোল্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষে কর্তাদের সঙ্গে। বাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে অনিয়মের কারণে শত শত কোটি টাকা জরিমানা করা হয়েছে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির পরিচালকদের। সরকার বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে অল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এরপরও বাজার উত্থানে ফিরতে পারছে না।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থানে ফিরাতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাথে সাথে বড় বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে ফিরাতে কাজ করতে হবে। বাজারের প্রতি সব বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে হবে। শুধু আইসিবিই নয় নিয়ন্ত্রক সংস্থাকেও সরকারের কাছ থেকে অর্থ এনে বাজারে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। আজ লেনদেন ২৭ কোটি ৫১ লাখ টাকার বা ৯ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির বা ৩৭.৯৭ শতাংশের, কমেছে ১৫৯টির বা ৪০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৮৬টির বা ২১.৭৭ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।

১ টি মতামত “কিছুতেই স্বস্তি ফিরছে না পুঁজিবাজারে, হতাশ বিনিয়োগকারীরা”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.