আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

ইএসকিউআর কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড পেল ইউসিবি স্টক ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক: অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর) থেকে এই পুরস্কারটি পেয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৯ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন এর হেড অফ রিসার্চ মো. হাসিব রেজা, সিএফএ।

নৈতিকতা, উদ্ভাবন, নেতৃত্ব এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে এমন প্রতিষ্ঠানগুলোকে ইএসকিউআর-এর এই কোয়ালিটি চয়েস প্রাইজটি দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকসেবা ও নৈতিকতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মান বজায় রেখে ক্লায়েন্ট ও এই খাতের অন্যান্য অংশীজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড-এর সিইও মোহাম্মদ রহমত পাশা এই অর্জন সম্পর্কে বলেন, “এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং প্রতিশ্রুতির প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদেরকে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে অনুপ্রাণিত করবে এবং গুণগত মান ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সকল ধাপে মান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর)-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। গুণগত মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অসাধারণ অবদান রাখার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে এই সংস্থা।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও ক্লায়েন্টদের জন্য উন্নত সেবা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.