নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এর সহধর্মিণী রিপা পাল চৌধুরী গত ২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গতকাল ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন শেষে লালবাগ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংক পরিবার প্রয়াত রিপা পাল চৌধুরীর আত্মার চিরশান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।