আজ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ইং, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।কোম্পানিগুলো হলো : ওয়াটা কেমিক্যাল, ইফাদ অটোস, ফরচুন সুজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যাল : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

ইফাদ অটোস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

ফরচুন সুজ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

তশরিফা ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

আইটি কনসালটেন্টস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন ২০২৪, ৩০ জুন ২০২৩, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

ওরিয়ন ইনফিউশন : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২৪,. ৩০ জুন ২০২৩, ৩০ জুন ২০২৩৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

ওরিয়ন ফার্মা : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২৪,. ৩০ জুন ২০২৩, ৩০ জুন ২০২৩৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

১ টি মতামত “৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন”

  • হোসেন আলী says:

    ক্রেডিট রেটিং যেসকল কোম্পানি করে থাকে তাদেরকে একটি ছাতার নিচে আনতে হবে। অর্থাৎ এখন যে যেভাবে সুবিধা মনে করে সেভাবে রেটিং দেয় । যেমন একজন বলে এএএ। আরেক জন বলে এ৩ । একজন বলে বিবিবি- । এটাকে অন্য কেউ অন্য ভাবে প্রকাশ করতে পারে! এজন্য রেটিং প্রকাশ এর স্ট্যান্ডারড এবং সিমবোল একটি হোয়া উচিত এবং কোন সিমবোল দিয়ে কি বুজতে হবে তা বিনিয়োগ কারী দের কে বলতে হবে। স্টক এক্সচেঞ্জের ওয়েব সাইটে তা দিলে বিনিয়োগ কারী দের জন্য সহায়ক হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.