আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

সারারাত মদপান করতাম : আমির খান

বিনোদন ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে ভক্তমহলে সবসময়ই চর্চা চলতে থাকে। যে কারণে তারকাদের জীবনে গোপনীয়তা ধরে রাখা হয়ে যায় বড্ড কঠিন। তবুও তাদের কিছু বিষয় থেকে যায় সকলের অজানা।

যেটাও কোনো একটা সময় অভিনয়শিল্পীরা নিজেরাই ফাঁস করে দেন। বলিউড অভিনেতা আমির খানেরও কিছু বদভ্যাস ছিল। যার মধ্যে একটি হলো ধূমপান। একটা সময় তার জীবন এতটাই বাঁধনহীন হয়ে পড়েছিল, যে তিনি নিজের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা নানা পাটেকরের। যেখানে তাকে বলতে শোনা যায়, সিনেমা তার জীবনধারণের ওষুধ। শুধু তাই নয়, আমিরের কথায়- তিনি যখন কোনও ছবিতে কাজ করেন, একমাত্র তখনই নিয়ম-কানুনের ধার ধারেন।

শুধু তাই নয়, আমির নিজেকে ‘নিয়ম-শৃঙ্খলাহীন’ হিসেবেও বর্ণনা করেন। পাশে বসে থাকা নানা পাটেকর জিজ্ঞাসা করেন, সিনেমার শুটিংয়ের জন্য সময়মতো উপস্থিত হন কি না?

অভিনেতা একগাল হেসে জবাব দেন, ‘হ্যাঁ সেটা হই। সিনেমার ক্ষেত্রে আমি শৃঙ্খলাহীন নই। তবে আমি জীবনের প্রতি ক্ষেত্রে সবটা মেনে চলতে পারি না।’

এসময় আমির তার কিছু খারাপ অভ্যাসের কথা উল্লেখ করে বলেন, ‘আমি একটা সময় টানা ধূমপান করতাম। এমনকী মদপানও করতাম। যদিও এখন মদপান ছেড়ে দিয়েছি। তবে আগে যখন মদপান করতাম, তখন এমন হতো- সারারাত টানা খেয়ে যেতাম।’

নিজেকে একজন ‘চরমপন্থী’ বলে অভিহিত করেন আমির। তিনি বলেন, ‘সমস্যা হলো আমি একজন চরমপন্থী মানুষ। আমি যা করেছি সেটা চালিয়েই গিয়েছি। এটা যে ভালো কাজ নয়, সেটা বুঝতে পারি। ভুল করছি অনুভব করি কিন্তু নিজেকে আটকাতে পারি না।’

অভিনেতা বলেন, যখন তিনি একটি সিনেমায় কাজ শুরু করেন তখন সব নিয়মের পরিবর্তন হয়ে যায়। তাই নানা পাটেকর তাকে পরামর্শ দেন, সিনেমা তৈরির কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিক্রিয়ায় ‘দঙ্গল’ অভিনেতা বলেন, ‘আমি ভেবেছিলাম যে আমি এখন বছরে একটি মাত্র ছবি করব, অথবা তিন বছরে একটি ছবি করব।’

আমির খানকে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে শেষ অভিনয়ে দেখা গিয়েছিল। বর্তমানে তার পরবর্তী প্রজেক্ট ‘সিতারে জমিন পার’-এর কাজ চলছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.