আজ: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ইং, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

গাড়ি চলছে, নিশ্বাস ছেড়ে শুধু কান্না করলাম : সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন।

এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান তার সবচেয়ে বেশি পছন্দের তিনটি নাটকে কাজ প্রসঙ্গে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘ ‘যখন তখন’ নাটকে একটা শর্টে অভিনয়ের সময় গাড়ি চলছে অনেক কিছু ভাবলাম বড় একটা নিশ্বাস ছেড়ে আমি শুধু কান্না করলাম।

সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, ‘সবচেয়ে বেশি পছন্দের তিনটি কাজের মধ্যে প্রথমে রয়েছে ‘ফুলের নামে নাম’ নাটক, যেটা সাধারণ জনগণ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। পরে রয়েছে ‘মায়া শালিক’ নাটক। ফুলের নামে নাম না থাকলে মায়া শাকিল ঘটতো না। এজন্য আমি দুইটি কাজ এগিয়ে রাখলাম।’

তার কথায়, ‘শেষে রয়েছে ‘যখন তখন’ নাটকটা দর্শকরা এত ভালোভাবে গ্রহণ করেছে। যেটা আমার জন্য একটা ২য় টার্নিং পয়েন্ট ছিল। এ নাটকে আমার চরিত্রটা অনেক ডিপ। শেষে ১৫ সেকেন্ডের একটা শর্ট ছিল শুধু কান্নার এক্সপ্রেশন। পুরো নাটকের উত্তর সেই কান্নাতে রয়েছে।’

কান্নার গল্প শেয়ার করে তিনি বলেন, ‘রাত তখন ২টা বাজে। গাড়ির মধ্যে শর্ট নিতে হয়। গাড়ি চলছে এর মাঝে অনেক কিছু ভাবলাম বড় একটা নিশ্বাস ছেড়ে আমি শুধু কান্না করলাম। যখন নাটকটা প্রকাশ করা হয় সবাই কমেন্টে একটা কথায় বারবার বলছিল শেষের কান্নাটা অকৃত্রিম ছিল।’

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.