আজ: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ইং, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

ওরিয়ন ইনফিউশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেড-এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা ২৬শে ডিসেম্বর, ২০২৪ রোজ-বৃহস্পতিবার, বিকাল ৩.০০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক মিসেস জেরীন করিম, স্বতন্ত্র পরিচালক জনাব এ.এন.এম আবুল কাশেম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, কোম্পানী সচিব নাজনীন নাহার রাখী এবং সি.এফ.ও মোঃ মাইনুল হক।

উক্ত সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচী সমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.