আজ: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ইং, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোপাইলট+পিসি বাংলাদেশের কম্পিউটার বাজারে নিয়ে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই (83ED004XLK)। মাল্টিটাস্কিং এবং ইন্টেলিজেন্স পাওয়ার নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ৪৫ টপস এর কোয়ালকম হেক্সাগন এনপিইউ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর ল্যাপটপে ব্যবহৃত হয়েছে যাতে আছে ১২ কোর, ১২ থ্রেড সাথে ৪২ মেগাবাইট ক্যাশ মেমোরি, ইন্টিগ্রেটেড কোয়ালকম অ্যাড্রিনো গ্রাফিক্স, ৩২জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১টিবি জেন ৪ এসএসডি। ১০০% এসআরজিবি ও ডিসিআই পি৩ কালার গেমোট যুক্ত ১৪.৫ ইঞ্চি টাচ ডিসপ্লেতে দেওয়া হয়েছে কালার কেলিব্রেট ওএলইডি প্যানেল। ৩কে রেজুলেশন এর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১০০০ নিটস। ৯০ হার্জ রিফ্রেশ রেট নিয়ে ডলবি ভিশন সমর্থিত ডিসপ্লেতে ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে রয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

ডলবি অ্যাটমোস অপটিমাইজড ৪টি স্টুরিও স্পিকার এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে যা হাই-ডেফিনিশন সাউন্ড প্রোভাইড করে। সাথে আরও ৪টি মাইক্রোফোন রয়েছে। কানেক্টিভিটি হিসেবে আছে ব্লুটুথ ৫.৪ এবং ওয়াইফাই ৭ ও ৩টি ইউএসবি টাইপ সি পোর্ট। ইয়োগা এই ল্যাপটপে নিরাপত্তার জন্য মাইক্রোসফট প্লুটন টিপিএম ২.০ চিপ, জেনুইন উইন্ডোজ ১১ হোম, জেনুইন মাইক্রোসফট অফিস হোম ২০২১, গোপনীয়তা রক্ষার জন্য আইআর(ফেসআনলকের জন্য) ই-শাটারযুক্ত ১০৮০পি ফুল এইচডি ক্যামেরা সহ আরও নানা ফিচার বিদ্যমান।

সবথেকে মজার বিষয় হচ্ছে এটি খুবই লাইটওয়েট ল্যাপটপ যার ওজন মাত্র ১.২৮ কেজি। চার্জিং এর ক্ষেত্রেও সুবিধা দিতে আছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার। ব্যাকলিট কিবোর্ড যুক্ত ল্যাপটপটিতে ৮টি সার্টিফিকেশন রয়েছে যার মধ্যে মিলিটারি গ্রেড ৮১০এইছ, আইসেফ সার্টিফাইড ২.০ ও এনার্জি স্টার ৮.০ অন্যতম।

বাংলাদেশে লেনোভো ইয়োগা স্লিম ৭আই(83ED004XLK) ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে কসমিক ব্লু কালারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। যার মূল্য নির্ধারিত হয়েছে ২,২৫,০০০ টাকা মাত্র। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.