বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি জেমিনি সী ফুড
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে এখনও সম্মতি পায়নি। কোম্পানির এজিএমে শুধু নগদ লভ্যাংশ অনুমোদন করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানির এজিএমে সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হবে।
গত ৫ ডিসেম্বর কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল। এই রেকর্ড ডেট শুধুমাত্র কোম্পানির সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কোম্পানিটি আরও জানায়, বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বোনাস লভ্যাংশে সম্মতি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য , ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জেমিনি সী ফুড ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।