আজ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ইং, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

আজ থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হলো ৪৭তম বিসিএসের আবেদন কার্যক্রম। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ২৮ নভেম্বর পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায় এবং শেষ হওয়ার সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। তবে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় পিএসসি ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রেখেছিল।

৪৭তম বিসিএসে মোট তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদ পূরণ করা হবে।

প্রার্থীদের যেকোনো টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। ভুলভাবে ৫০ টাকা জমা দেওয়া সাধারণ প্রার্থীদের আবেদন বাতিল হবে বলে পিএসসি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

পরীক্ষার নম্বর বণ্টন

সাধারণ ক্যাডারের জন্য

বাংলা ২০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর: ১,০০০।
কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য

বাংলা ১০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সংশ্লিষ্ট বিষয়ে ২০০ এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর: ১,০০০।

এদিকে পিএসসি ৪৭তম বিসিএসের একটি পদের নাম এবং কিছু পদের কোড সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বিসিএস কৃষি ক্যাডারের সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তার নাম পরিবর্তন করে সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তা/উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা করা হয়েছে। পেশাগত/কারিগরি ক্যাডারের কয়েকটি পদের কোড এবং শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের কিছু কোডও সংশোধন করা হয়েছে। সংশোধিত কোড পিএসসির নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.