আজ: বুধবার, ০১ জানুয়ারী ২০২৫ইং, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

একদিনের উত্থানে পুঁজিবাজারে ফিরেছে ১৭শ’ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো আজও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। শেয়ার দর বেড়েছে দুই শতাধিক কোম্পানির। আর উত্থান বাজারে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন ১ হাজার ৭৪৯ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার উত্থান হয় শেয়ারবাজারে। বৃহস্পতিবার ও রোববার দুই কর্মদিবস উত্থানে শেয়ারবাজারে ফিরেছে ৩৫ পয়েন্ট সূচক। তবে এর আগের টানা তিন কর্মদিবস শেয়ারবাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। শেষ দুই কর্মদিবস শেয়ারবাজারে ৬৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে। শেষ দুই কর্মদিবস শেয়ারবাজারে ফিরেছে দুই হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে আজ রোববার ফিরেছে ১ হাজার ৭৪৯ কোটি টাকা। এর আগে টানা তিন কর্মদিবস বাজার থেকে বিনিয়োগকারীরা ১৪৮ কোটি টাকা হারিয়েছিল।

আজ রোববার (২৯ ডিসেম্বর) সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। সারাদিন উত্থানে থেকেই লেনদেন চলতে থাকে এবং সূচকের উত্থানেই শেষ হয়েছে আজকের লেনদেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের অন্যান্য খাতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। অন্যান্য খাতের মতো শেয়ারবাজারে শৃঙ্খলা আশার করছেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা। তবে শৃঙ্খলার এই স্পর্শ শেয়ারবাজারে ফিরতে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরই শেয়ারবাজারে শৃঙ্খলার পাশাপাশি স্থিতিশীলতা ফিরে আসবে।

বাজার পর্যালোচনা করলে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ০.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন ৯৪ কোটি ৪৭ লাখ টাকার বা ৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৫টির বা ৫৬.৩৯ শতাংশের, কমেছে ১০০টির বা ২৫.০৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭৪টির বা ১৮.৫৪ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ৫৭টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৭১ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.