আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

ষড়যন্ত্রকারীরা সংখ্যালঘু-গুরু দোহাই দিয়ে দেশকে বিভক্ত করতে চায়: জামায়াতের আমির

শেয়ারবাজার ডেস্ক : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভক্ত হয়ে কোনো জাতি কোনোদিন সম্মান ও মর্যাদা লাভ করতে পারেনি। তারা উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি। তেমনি এ দেশটিও যেন পিছিয়ে থাকে সেজন্য ষড়যন্ত্রকারীরা সব সময় সংখ্যালঘু ও সংখ্যাগুরু দোহাই দিয়ে দুই ভাগে বিভক্ত করতে চায়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠের একটি পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর তারা চুরি-ডাকাতি করে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছেন। আগে তারা টাকা পাঠিয়ে পরে তারা সেখানে গিয়ে হাজির হয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনও দেশ ছেড়ে পালিছে যেতে পারেন না। জামায়াতের একে একে ১১জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। তারপরও জামায়াতের কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান একেএম কাউসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, সহ-সেক্রেটারি এসএম হাদীউজ্জামান, উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কেএম দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে রোববার রাতে দিনাজপুর সার্কিট হাউজে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.