দ্রব্যমূল্য আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
শেয়ারবাজার ডেস্ক : ‘দ্রব্যমূল্য একটি বড় ইস্যু। চেষ্টা করা হচ্ছে কীভাবে এটাকে আয়ত্তে আনা যায়। আগের থেকে আয়ত্তে আনারও সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি।’
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন।
দ্রব্যমূল্য কমানোর প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যেহেতু অনেকগুলো জেলা আজ একসঙ্গে সংযুক্ত আছি, একসঙ্গে কথা বলছি। সেহেতু নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যায় যে, আমার এখানে দ্রব্যমূল্য ঠিক রাখতে পেরেছি। আমরা বাহবা দেবো ওই জেলাতে তারা খুবই সুন্দরভাবে কাজ করতে পেরেছে। আমরা সেটা নিশ্চিত করবো, যেন সেটা রিকগনাইজ হয়। সেটা যেন ধরা পড়ে যে, তারা সুন্দরভাবে করেছে।’
জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এখানকার পরিস্থিতি একটু ভিন্ন। যেহেতু বিরাট অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে-কর্মে প্রতিফলিত না হয়, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক হবে।’ ড. ইউনূস বলেন, ‘যে পরিস্থিতি অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করেই আমরা যে কাজকর্মগুলো করবো যাতে মানুষ মনে করে একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা যাতে চোখে লাগে।’