মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিরা- মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, মেহেরপুর চেম্বার অব কমার্সের সেক্রেটারি আরিফুল আনাম বকুল, আসলব ইন্টাঃ লিঃ এর প্রধান নির্বাহী মোঃ ওয়াহেদুজ্জামান, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা প্রধান রুহিদাস পাল, মেহেরপুর উপশাখার ইনচার্জ জুয়েল রানাসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকরা ও ব্যাংকের কর্মকর্তারা মেহেরপুর উপশাখায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৫তম মেহেরপুর উপশাখা চুয়াডাঙ্গা শাখার নিয়ন্ত্রণাধীন।
উপশাখাটির ঠিকানা- প্রধান সড়ক, কাঁসারী পাড়া, ওয়ার্ড-০১, মেহেরপুর সদর।