ঋণ পরিশোধে আরও ৩ মাস সময় পাচ্ছে পুঁজিবাজারের ৫ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের ৫ দুর্বল ব্যাংককে দেওয়া ঋণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সচল ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধের জন্য তাদের আরও তিন মাস সময় বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যারান্টির আওতায় ধার পাওয়া পাঁচটি দুর্বল ব্যাংক প্রথম ধাপে ৯০০ কোটি টাকার ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছে।
ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
এর আগে গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ঋণ পাওয়ার সহযোগিতা প্রদান করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি ব্যাংক ৭ হাজার ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি ২ হাজার ৩৯৫ কোটি টাকার তহবিল পায়।
এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ১ হাজার কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা তারল্য সহায়তা পায়।
যদিও গ্যারান্টির আওতায় পাওয়া টাকা দিয়ে ব্যাংকগুলোর পুরোপুরি সংকট কাটেনি।
এরপর ব্যাংকগুলোর পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় বাংলাদেশ ব্যাংক আবার ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে সহায়তা করে।