প্রতিদিন ডলার দর ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ডলার ক্রয়-বিক্রয় নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১২ জানুয়ারি থেকে প্রতিদিন একবার করে ডলারের রেট ঘোষণা করবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে। নতুন এ নিয়ম আগামী ১২ জানুয়ারি থেকে কার্যকর হবে।
জানা গেছে, ব্যাংকগুলো প্রতিদিন দুইবার করে ডলার রেটের রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় ব্যাংকে। সকাল ১১ টার মধ্যে প্রথমবার ব্যাংকগুলো ডলার দরের আপডেট জানাবে। দ্বিতীয়বার বিকেল ৫ টায় তথ্য জানাতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সকাল সাড়ে ১১টায় এবং বিকেল সাড়ে ৫টায় ব্যাংকগুলোর দেওয়া ডলার দরের তথ্য প্রকাশ করা হবে।
এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডলার ক্রয়-বিক্রয়ে সর্বাধিক ১ টাকার ব্যবধান রাখার নির্দেশনা দিয়েছেন। যেসব ব্যাংক এ নির্দেশনা লঙ্ঘন করবে, সেগুলোর জন্য শাস্তি হিসেবে ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা অথবা লেটার অব ক্রেডিট (এলসি) লেনদেনের ৫ শতাংশ জরিমানা নির্ধারণ করা হবে।
নির্দেশনা মানার বিষয়টি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে একটি অভিযোগ সেল গঠন করবে। ব্যাংকিং খাত বা ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেলে সেগুলোর যথাযথ তদন্ত করা হবে।
এদিকে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরির পেছনে বেশকিছু কারণ মুখ্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে একটি বড় কারণ হলো অর্থবছর শেষে ডলারের চাহিদা বেড়ে যাওয়া। ডিসেম্বরে প্রায়ই ঋণ পরিশোধ ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বেড়ে যায়, যা বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ডলার বিক্রির স্থগিতাদেশ এটিকে আরো জটিল করে তুলেছে। এ সিদ্ধান্তের ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ সীমিত হয়েছে। এতে চাহিদা ও