সূচক ১পয়েন্ট বেড়ে নতুন বছরকে বরন করলো পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক: সদ্য বিদায়ী বছর ২০২৪ সাল পুরোটা জুড়েই পুঁজিবাজারে ছিল অস্থিরতা। নতুন বছরে কিছুটা হলেও এ হতাশা কাটবে এমনই আশা বিনিয়োগকারীদের। তবে প্রথম দিনই ১ পয়েন্ট বেড়ে ২০২৫ সালকে স্বাগত জানালো পুঁজিবাজার। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৩.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার পতনের পর শেয়ারবাজার উন্নয়নে নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব সংস্কার যথাযথভাবে সম্পন্ন করা গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে শেয়ারবাজার ভালো করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আস্থার সংকটের কারণে ২০২৪ সালজুড়ে শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। এখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে বিনিয়োগের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে বজায় থাকতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা।
জানা যায়, আজ ৩০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৫.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪১.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ১৫৭ টি শেয়ার ১ লাখ ১ হাজার ৫৪০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২১৬.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৮.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩৯.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয় ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৬১৮ টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৮৯৫ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১২.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ ৯২ হাজার ৯৬১ টাকা