আজ: শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ইং, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

সাউথইস্ট ব্যাংক এর ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কাউন্টডাউন টাইমার ঘড়ি উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক:  সাউথইস্ট ব্যাংক পিএলসি. তার ৩০তম বার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছে। এই গৌরবময় উপলক্ষ্যকে সামনে রেখে ব্যাংকের ঢাকার বনানিস্থ নিজস্ব প¬টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর মাননীয় চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম মহোদয় একটি বিশেষ ডিজিটাল কাউন্টডাউন টাইমার ঘড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এই ব্যতিক্রমী আয়োজনটি সাউথইস্ট ব্যাংকের তিন দশকের সাফল্যগাথা এবং ব্যাংকিং সেবার অতুলনীয় যাত্রাকে সম্মান জানানোর একটি মাইলফলক হিসেবে বিবেচিত। বনানিস্থ ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল টাইমারটি সাউথইস্ট ব্যাংকের গৌরবময় ইতিহাস, সততা ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার প্রতীক হিসেবে কাজ করবে। এটি শুধু ২৫ মে ২০২৫ তারিখে ৩০তম বার্ষিকীর ক্ষণ গণনা করবে না, বরং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাউথইস্ট ব্যাংক পরিবারের সকল সদস্যকে অনুপ্রাণিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম তাঁর উচ্ছ্াস প্রকাশ করে বলেন,“সাউথইস্ট ব্যাংকের ৩০ বছরের যাত্রা আমাদের গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তাগণের অটুট আস্থা ও সমর্থনের একটি প্রতিচ্ছবি। এই কাউন্টডাউন টাইমার ঘড়ি কেবল ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা নয়, এটি ব্যাংক ও জাতির উন্নতি এবং সমৃদ্ধির জন্য আমাদের অবিচল প্রতিশ্রæতির প্রতীক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, কর্পোরেট অ্যাফেয়ার্স ও সিএসআর বিভাগের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মুশফিকুর রহমান এবং গুলশান ও বনানী শাখার শাখা প্রধানগণ সহ সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১৯৯৫ সালের ১২ মার্চ “ব্যাংক কোম্পনী” হিসেবে অন্তর্ভূক্তি এবং ২৫ মে অনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসি. তার গ্রাহকদের উচ্চমানের ব্যাংকিং সেবা প্রদান, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধান বাস্তবায়নের মাধ্যমে আর্থিক খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.