পুঁজিবাজারের তিন ব্যাংক ঋণ পেল সাড়ে ১২ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিন ব্যাংককে বিশেষ ঋণ হিসেবে সাড়ে ১২ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনের চলতি হিসাবের ঘাটতি পূরণ করেছে। এর মাধ্যমে ব্যাংক তিনটির চলতি হিসাব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বিশেষ ঋণ পাওয়া শেয়ারবাজারের তিন ব্যাংক হলো- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক পেয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে ন্যাশনাল ব্যাংক ঋণ পেয়েছে ৬ হাজার কোটি টাকা ও এবি ব্যাংক পেয়েছে এক হাজার কোটি টাকা। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে সুদ দিতে হবে সাড়ে ১১ শতাংশ হারে। গত সোমবার ধার দেওয়া এই অর্থ বুধবার (০১ জানুয়ারি) ফেরত নেওয়া হবে।
এছাড়া, এক হাজার কোটি টাকার বিশেষ ঋণের বাইরে এবি ব্যাংককে আরও ২০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দৈনন্দিন তারল্য চাহিদা মেটাতে এই অর্থ ঋণ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, ঋণ অনিয়মের কারণে ব্যাংক তিনটি অনেক দিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) সংরক্ষণ করতে পারছে না। এসএলআরের জন্য এসব ব্যাংকের কাছে যেসব ট্রেজারি বিল ও বন্ড ছিল, তা বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করেছে ব্যাংকগুলো।
যার ফলে নতুন করে ধার নেওয়ার মতো কোনো উপায় বা উপকরণ এসব ব্যাংকের হাতে নেই। এ জন্য বছরের শেষ দিনের চলতি হিসাব উদ্বৃত্ত দেখাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক তিনটিকে বিশেষ ঋণ দেওয়া হয়েছে।