সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল
নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক: বাংলা ব্যান্ড সঙ্গীতে ধারাবাহিকভাবে অসামান্য ভূমিকা পালনের জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ, সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল। সম্প্রতি, ‘আউটস্ট্যান্ডিং পারফর্ম্যান্স ইন বাংলা ব্যান্ড’ ক্যাটাগরিতে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ওয়ারফেজ, আর্টসেল, মাইলসের মতো বাংলাদেশের জনপ্রিয় ও লেজেন্ডারি ব্যান্ডের হয়ে ইকবাল আসিফ জুয়েল পারফর্ম করেছেন। ৩৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি সময়ের সাথে সাথে বাংলাদেশের রক মিউজিক-কে আরও উন্নত করতে এবং তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশে ব্যাপক ভূমিকা রেখেছেন। ইকবাল আসিফ জুয়েল নতুনদের বিভিন্ন সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের হয়ে পারফর্মও করেছেন। দেশের আন্ডারগ্রাউন্ড মিউজিকের বিকাশেও তিনি আসামান্য ভূমিকা রেখেছেন। এছাড়া, অর্থহীন, আর্টসেল, মেকানিক্স, ব্ল্যাক, দৃক, আর্বোভাইরাস সহ বিভিন্ন ব্যান্ডের অ্যালবামের প্রযোজনাও করেছেন।
অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইকবাল আসিফ জুয়েল বলেন, “দেখতে দেখতে ৩৫টি বছর পার করেছি, তবুও মনে হয় এখনও অনেক কিছু করা বাকি। আমি সবসময় পর্দার পেছনে থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আড়ালে থাকা কাজগুলোর জন্য যখন এমন সম্মাননা ও ভালোবাসা পাই তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-কে এবং সবসময় পাশে থাকার জন্য আমার ভক্তদের অসংখ্য ধন্যবাদ।”