আজ: রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ইং, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

ব্যক্তিস্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: শুধুব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে, সমস্যা অনেকাংশে নিরসন হবে। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহবান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষনা করেন প্রধান উপদেষ্টা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.