টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় তাসকিন, বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক:মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার গৌরব অর্জন করেছেন। তবে বিশ্ব রেকর্ড গড়া থেকে মাত্র এক ধাপ দূরে থেকে থামতে হয়েছে তাকে। শেষ বলে মুস্তাফিজুর রহমানকে আউট করতে না পারায় ১৯ রানে ৭ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তাসকিন।
টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ডটি এখন মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুসের দখলে। তিনি ২০২৩ সালে চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ১৮ রানে ৭ উইকেট নিয়ে এই রেকর্ডটি গড়েছিলেন।
তাসকিনের পারফরম্যান্স বিপিএলের সেরা এবং স্বীকৃত টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। এর ফলে তিনি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সিপিএলে গড়া ৬/৬ পারফরম্যান্সকেও পেছনে ফেলেছেন।