নতুন বছরে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ ২০২৫ এর শুরুতে রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার (০২.০১.২০২৫) এ উপলক্ষ্যে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। এ সময় তিনি শ্রেণীকৃত ঋণ আদায়সহ নতুন বছরের ব্যবসায়িক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও মহাব্যবস্থাপক ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক-ই আযম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য, মো. মইন উদ্দিন মাসুদ, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, রোকনুজ্জামান, মো. আবুল হাসান, এস. এম দিদারুল ইসলামসহ জোনাল ম্যানেজার, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এতে অংশ নেন।