আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জানুয়ারী ২০২৫, শনিবার |

kidarkar

২০২৪ এ সড়কে প্রাণহানি সাড়ে ৮ হাজার, ২৩ এর তুলনায় বেড়েছে ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বিগত বছরে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৩শ ৫৯টি। এতে ৮ হাজার ৫৪৩ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬০৮ জন।

আজ শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানায়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে মৃত্যু বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা মিলিয়ে নিহত হয়েছেন মোট ৯ হাজার ২৩৭ জন, আহত হয়েছে ১৩ হাজার ১৯০ জন। এছাড়া গত বছরে ১৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন।

সংগঠনটি জানায়, ২০২৪ সালে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এ সময়ে ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত ও ৩ হাজার ১৫১ জন আহত হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংগঠিত দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২১ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৫ দশমিক ৮১ শতাংশ ফিডার রোডে সংগঠিত হয়েছে।

এছাড়া দেশে সংগঠিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৯৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ২০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, শূন্য দশমিক ৭৩ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.