৩১ জানুয়ারিতে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব
নিজস্ব প্রতিবেদক: ৩১শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। সাদপন্থীদের হাতে রক্তের দাগ তাই তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে দাবি করেছেন মাওলানা জোবায়েরপন্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) সকালে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাদের দাবির মধ্যে ছিলো ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়ৈরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচারের। এবং এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ও ২৫শে জানুয়ারি শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা।
সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ঘুরে বেড়ানো হত্যাকারীদের গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপানো হয়।