আজ: মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ইং, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জানুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

বড় জয়ে বছর শুরু করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই দারুণ দাপুটে ফুটবল খেলা বার্সেলোনা হঠাৎই ছন্দ হারায় বছরের শেষদিকে। লা লিগায় সর্বশেষ তিন ম্যাচেই তারা জয় পায়নি, হেরেছে দুটিতে। এবার নতুন উদ্যমে কাতালানদের বছর শুরু হলো কোপা দেল রে–তে বড় জয়ের উৎসব দিয়ে। রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে বার্সা বার্বাস্ত্রোকে ৪-০ গোলে হারিয়েছে।

গতকাল (শনিবার) রাতে কোপা দেল রে–র ৩২তম রাউন্ডে সফরকারী হিসেবে মাঠে নামে বার্সেলোনা। যেখানে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা প্রতিপক্ষের ওপর আধিপত্য রেখেই খেলেছে। তাদের দখলে বল ছিল প্রায় ৭৫ শতাংশ। লেভান্ডফস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল করেছেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে। গোলের পাশাপাশি তোরে দুটি অ্যাসিস্টও করেছেন।

এদিন প্রতিপক্ষ বারবাস্ত্রোকে ম্যাচের শুরু থেকেই চাপের ওপর রাখে বার্সেলোনা। যার সুবাদে তারা ম্যাচে লিড নেয় ২১তম মিনিটে। রোনাল্ড আরাউহো ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের কাছে ঠেলে দিলে, গার্সিয়া আরেকটি হেডে সেটি জালে জড়িয়ে দেন। ৩১ মিনিটে পাবলো তোরেরর ফ্রি-কিকে পাওয়া বলে হেড দিয়ে লিড দ্বিগুণ করেন লেভান্ডফস্কি।

বিরতির পর ফিরে স্বাগতিকদের সুযোগ না দিয়ে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডফস্কি। তোরের রক্ষণচেরা পাস পেয়ে পোল্যান্ডের এই অভিজ্ঞ ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন। প্রতিপক্ষের দুর্বল রক্ষণকেই কাজে লাগিয়েছে বার্সা। ম্যাচের ৫৬ মিনিটেই আসে তাদের চতুর্থ গোলটি। বারবাস্ত্রো গোলরক্ষকের ভুলে বল পেয়ে সেটিকে জালের সাক্ষাৎ করান তোরে। বাকি সময়ে আর কেউ গোল না পাওয়া বার্সেলোনা ৪-০ স্কোর নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে অভিষেক হয় আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে অবসর ভেঙে ক্লাবটিতে যোগ দেওয়া ভয়চেক সেজনি। এ ছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ (১৬ বছর ১৭৩ দিন) ফুটবলার হিসেবে টনি ফার্নান্দেজকে অভিষেক করায় স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ জয়ে কোপা দেল রে–র শেষ ষোলোয় উঠে গেল বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে অ্যাতলেটিক বিলবাওয়ের মোকাবিলা করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.