দেড় ঘণ্টা পর চালু হলো ডিএসইর লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে (সকাল ১০টা) লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে দিনের শুরুতে লেনদেন শুরু করতে পারা যায়নি।
পরে রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইতে লেনদেন শুরু হয়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।’
এর আগে, ২০২৪ সালের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।