বছরের তৃতীয় কার্যদিবসেও পতন, সূচক কমেছে ৩৪ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বাজার নিয়ে নতুন করে আশা বাঁধতে চেয়েছিল। পুরনো বছরের লোকসানের রেকর্ড গ্লানি ভুলে তারা ইতিবাচক বাজারের প্রত্যাশায় ছিল। বছরের প্রথম কর্মদিবস বাজার কিছুটা ইতিবাচক ধারায় ছিলও। কিন্তু দ্বিতীয় কর্মদিবসেই তাদের সেই আশা দুরাশায় রূপ নেয়। আর আজ তৃতীয় কর্মদিবস রোববার বড় পতনে লেনদেন শেষ হয় ।
নতুন বছরের প্রথম কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২ পয়েন্টের বেশি বাড়লেও দ্বিতীয় কর্মদিবসে কমেছে প্রায় ১৯ পয়েন্ট। আর আজ তৃতীয় কর্মদিবসে আরও কমে গেছে প্রায় সাড়ে ৩৪ পয়েন্ট। এতে দেখা যায়, নতুন বছরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের লোকসান বেড়েছে ৪ হাজার ৫৯৫ কোটি টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৩৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। এছাড়া, ‘ডিএসইএস’ ৬.৯৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২৭০টির এবং ৫৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
একটি চক্র শেয়ার বাজার নিয়ে মেতে উঠেছে এ চক্রকে কঠোর ভাবে দমন করতে হবে এদেরকে আইনেরএরআওতায় আনা হোক