দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৯ বারে ২৬ লাখ ৬৩ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫৩ বারে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওয়াইম্যাক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৬১৬ বারে ২ লাখ ৭১ হাজার ১৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী ব্যাংক পিএলসির ৩.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৩৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।।