আগামীকাল স্টেকহোল্ডারদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আগামীকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ডিএসইর পরিচালনা পর্ষদের উদ্যোগে আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বাজার সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও শেয়ারবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরো প্রবলভাবে দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ডিএসই যাবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
All remaining profitable foreign company should bring mandatory in our share market for conduct their business as our neighbour country do so and
other thing share market should free from Dorbesh and Murid and require to free from manipulation.
যেকোনো উপায়ে বিনেককারীদের আস্তা ফিরিয়ে আনতে হবে, শেয়ার দাম বেশি বাড়লে যেমন জবাবদিহিতা করা হয় ঠিক তেমনিভাবে শেয়ারের দাম অতি কমলেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে,
দাবি একটাই পদত্যাগ করতে হবে চেয়ারম্যান কে