আজ: বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ইং, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০২৫, সোমবার |

kidarkar

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা সম্প্রতি মঈনুল আহসান সাবেরের জনপ্রিয় উপন্যাস কবেজ লেঠেল নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই বইটি বাংলাদেশের ইতিহাসবিষয়ক আলোচনায় মাস্টারপিস হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

কবেজ লেঠেলে ফুটে উঠেছে মুক্তিযোদ্ধা, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাঁদের সহযোগী এবং রক্তক্ষয়ী যুদ্ধের এক ভয়ানক গল্প, যার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। যুদ্ধের ময়দানে রচিত সংগ্রামের বাইরেও ঐ সময়ে মানুষের মনে যে অস্থিরতা ছিল, তা এই উপন্যাসের মাধ্যমে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক।

আলোচনায় অংশগ্রহণকারী সাহিত্যানুরাগী ব্যাংকাররা মুক্তিযুদ্ধের নানান প্রেক্ষাপট নিয়ে আলোচনার পাশপাশি কীভাবে বাংলাদেশ বিশ্বমঞ্চে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের ত্যাগ ও সহনশীলতার সাহিত্যিক দলিল হিসেবে কবেজ লেঠেলের গুরুত্বের ওপর জোর দিয়ে আলোচকরা বলেন, বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে বুঝতে এই বইটি এক অনবদ্য হাতিয়ার।

রিডিং ক্যাফে উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের একটি সিগনেচার প্রোগ্রাম, যার লক্ষ্য হলো ব্যাংকের সহকর্মীদের মাঝে বইপড়ার সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটানো। চুয়াডাঙ্গা ব্রাঞ্চে কবেজ লেঠেলের মতো সাহিত্য নিয়ে আলোচনা ব্যাংকটির এই প্রোগ্রামের মিশনকে পুনর্ব্যক্ত করে। এরকম আয়োজনের মাধ্যমে এই প্রোগ্রামের লক্ষ্য হলো, সাহিত্য নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সামাজিক এবং জাতীয় সমস্যাগুলোকে তুলে ধরা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.