রেনেটার ওষুধ যাচ্ছে যুক্তরাজ্যের বাজারে
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির ওষুধ যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বমানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনাটা সম্প্রতি তাদের প্রথম রিসপেরিডন শিপমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে অবস্থিত রেনাটার ইউএসএফডিএ অনুমোদিত কারখানায় উৎপাদিত এই ঔষধটি বর্তমানে মানসিক রোগের চিকিৎসায় একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সমাধান হিসেবে পরিচিত।
প্রথম শিপমেন্টে ১২ মিলিয়ন ট্যাবলেট রয়েছে, যা ০.২৫ মি.গ্রা., ০.৫ মি.গ্রা., এবং ১ মি.গ্রা. পরিমাণে উৎপাদিত হয়েছে। এই নির্ভুল ডোজ স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম সম্পর্কিত নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেনাটার এই পদক্ষেপটি তাদের বৈশ্বিক ব্যবসার সম্প্রসারণে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে তাদের বিশ্বস্ততা ও সুনাম আরও বৃদ্ধি করবে।