শেয়ারবাজার ডেস্ক : রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস বেশি সময় দিতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, সে হিসাবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু আছে ২২ বিলিয়ন ডলার। সে হিসাবে বলতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়েছি।
শেয়ার বাজার নিয়ে যা করতেছে সরকার
আর সংস্কার চাই না
পারলে দুই মাসের মধ্যে নির্বাচন দিন
বুদ্ধিমান হলে এতে বুঝে নেন