এনআরবিসি ব্যাংকের সাত উদ্যোক্তাকে বিএসইসিতে তলব
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের একটি জালিয়াতির তদন্তের সঙ্গে জড়িত সাত উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের শুনানির জন্য ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ওই সাত উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের আগামী ১৩ জানুয়ারি, বেলা ২:৩০ মিনিটে বিএসইসি গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিএসইসি একটি আদেশ জারি করে এ বিষয়ে বিস্তারিত জানায়।
বিএসইসি সূত্রে জানায়, টাকা পাচারের অপরাধে বাংলাদেশ ব্যাংক এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা-শেয়ারহোল্ডার এমএ মান্নানের শেয়ার বাজেয়াপ্ত করে।
বিধি অনুযায়ী, বাজেয়াপ্ত শেয়ারের বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এরপরও আব্দুল মান্নানের সঙ্গে যোগসাজশ করে ব্যাংকের পর্ষদের অনুমতি ছাড়া ওই শেয়ারগুলো ‘ব্লক মার্কেটে’ বিক্রি করা হয়।
বেআইনীভাবে এসব শেয়ার কিনে নেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান অদনান ইমাম, এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের মনোনীত ব্যক্তিরা।
গত বছরের ১৭ ডিসেম্বর বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্তের উদ্দেশ্যে। এতে ব্যাংকের সাত উদ্যোক্তা-শেয়ারহোল্ডারকে শুনানির জন্য ডাকা হয়েছে। তাদের মধ্যে আছেন এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, ড. তৌফিক রহমান চৌধুরী, মোহাম্মদ এনায়েত হোসেন, সারওয়ার জামান চৌধুরী, ইজাহারুল ইসলাম হালদার, শাখাওয়াত আলী, তোহেল আহমেদ এবং সেলিনা ইসলাম।