সঞ্চয়পত্রের সুদহার বাড়ছে, সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে বাড়তি সুবিধা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় সুদহার অন্তত ১ শতাংশ বাড়ছে, যেখানে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা আরও কিছুটা বেশি সুদ পাবেন।
সরকারি সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্রের নতুন সুদহার ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার হবে ১২.৪০%, যা বর্তমানে ১১.২৮%।
তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে এ সীমার মধ্যে বিনিয়োগে সুদহার হবে ১২.৩০%, যা বর্তমানে ১১.০৪%। পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে এই সীমার মধ্যে সুদহার নির্ধারণ করা হয়েছে ১২.৫০%, যা বর্তমানে ১১.৫২%।
অর্থ মন্ত্রণালয় জানায়, সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধির এ উদ্যোগ ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রের মুনাফার মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যে নেওয়া হয়েছে। বাজেট ঘাটতি মোকাবিলা ও ব্যাংক ঋণনির্ভরতা কমাতে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার কৌশল বেছে নিচ্ছে।
তবে ওয়েজ আর্নার্স বন্ড এবং ইউএস ডলার বন্ডগুলো এই পরিবর্তনের বাইরে থাকবে বলে জানানো হয়েছে।