তিন কোম্পানির লভ্যাংশ বিতরন
নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ করেছে ।
কোম্পানি দুইটি হচ্ছে- মতিন স্পিনিং মিলস, প্রিমিয়ার সিমেন্ট ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
মতিন স্পিনিং ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ৫০ শতাংশ নগদ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে সাড়ে ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।