আজ: শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ইং, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জানুয়ারী ২০২৫, শনিবার |

kidarkar

সপ্তাহজুড়ে এপিএসসিএল বন্ডের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সর্বোচ্চ দর পতন হয়েছে এপিএসসিএল বন্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে বন্ডটির দর কমেছে ২৫ দশমিক ১৮ শতাংশ। বন্ডটির সমাপনী মূল্য ছিল ৩ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৫০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৩ টাকা ৯০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ, কেয়া কসমেটিকের ৭ দশমিক ৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৬ দশমিক ৬৩ শতাংশ, প্রিমিয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৬ দশমিক ১৭ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৬ দশমিক ০২ শতাংশ শেয়ার দর কমেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.