স্পোর্টস ডেস্ক : একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেটপর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ আরিফুল হকের সিলেট প্রথমে ব্যাট করবে।
খুলনা টানা দুই ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে হেরেছে। অন্যদিকে টানা তিন হারের পর সবশেষ ম্যাচে প্রথম জয় পেয়েছে সিলেট। খুলনা চার আর সিলেট আছে ছয় নম্বরে।