পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সম্প্রতি নিয়োগ পাওয়া ছয়জনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন— অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ছয় ব্যক্তি এখনও শপথ গ্রহণ করেননি। ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২ জানুয়ারি পিএসসির নতুন সদস্য হিসেবে তাদেরকে নিয়োগ দিয়েছিল সরকার। ছয়দিনের মাথায় ছয়জনেরই শপথ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠায় পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ছয়জনের মধ্যে তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। তারা হলেন— সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও মো. মিজানুর রহমান। বলা হয়, তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তাই তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আপত্তি জানান পিএসসির কর্মকর্তারাও।
বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য গতকাল রোববার কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
এর মধ্যে, ডা. শাহিনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। নৌকা প্রতীক নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ডা. শাহিনা সোবহান সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বান্ধবী।
আমরা অনেক হতশা গ্রস্ত হয়ে পড়ছি অনুরোদ করি প্লিজ আপনারা পরিক্ষা শুরু করেন।গরিব ঘরের সন্তান আমরা স্বপ্নে সুই সাইটে পরিণত করিয়েন না প্লিজ