আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও হয়েছে আসামী

শেয়ারবাজার ডেস্ক : ময়মনসিংহে সিআইপি মোঃ আমিনুল হক শামীম স্ব-রাস্ট্র উপদেস্টার কাছে লিখিত অভিযোগ দাখিল করে দাবী করেছেন কাল্পনিক ঘটনা দেখিয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এফআইআর করা হয়েছে। তিনি দাবী করেছেন, তাকে ময়মনসিংহে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ব্যপারে রেজ্ঞ ডিআইজিকে একাধিক বার অবহিত করেও কোন ফল পাননি। তিনি অভিযোগে উল্লেখ করেছেন পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় কবরের কংকালকেও আসামী করা হয়েছে।
মোঃ আমিনুল হক শামীম তার আবেদনে উল্লেখ করেছেন, গত ১৭ নভেম্বর ও ২৭ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে পত্র মারফত বিস্তারিত অবহিত করেন। ডিআইজি কোন ব্যবস্থা গ্রহন না করে গত ১২ ডিসেম্বর পুলিশ বাদী ও স্বাক্ষী হয়ে আরেকটি সন্ত্রাস বিরোধ আইনে মিথ্যা মামলা করে যাহার মামলা নং-৩৬ । যেখানে ক্রমিক নং-৬৮, মোঃ শহিদুল ইসলাম কায়সার বহুদিন আগেই মারা গেছেন।

সুত্র জানিয়েছে মামলায় ঘটনাস্থলে যাদের নেতৃত্বে মিটিং দেখানো হয়েছে তাদের অনেকেই ৫ আগষ্টের পর দেশের বাইরে অবস্থান করছেন। বিগত জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা হওয়ার পর সর্ব প্রথম আমিনুল হক শামীম তার ভেরিফাইড ফেসবুক পেইজে সাগর হত্যায় জড়িত কারা এবং তাদের শাস্তি দাবী করে পোস্ট করেন। তিনি তার সকল ব্যবসায়ীক কাগজপত্র যেখানে কোন রাজনৈতিক সুবিধা বা অবৈধ আয়ের উৎস রয়েছে কিনা তা যাচাই-বাছাই করার জন্য ডিআইজিসহ বিভিন্ন সংস্থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে, পুলিশ ক্লিয়ারেন্স প্রদান ও বিদেশ গমনাগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তাতেও কোন কাজ হয়নি।

আমিনুল হক শামীম আরো উল্লেখ্য করেন, সাগর হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামী হিসেবে উল্লেখ করে, যা সম্পূর্ন ভিত্তিহীন এবং অসত্য।

আমিনুল হক শামীম ব্যক্তিগতভাবে একজন সাধারন ব্যবসায়ী। তিনি ৩ বার সিআইপি অর্জন লাভ করেন। এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ময়মনসিংহ চেম্বারের সভাপতি। বিগত ২০১৬-২০১৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি জামালপুরে পড়ালেখা করেন। সেখানে তিনি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.