আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

শাহ্জালাল ইসলামী ব্যাংক লীড ব্যাংক হিসেবে পটুয়াখালী জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ আয়োজন করেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে ১১ জানুয়ারি ২০২৫ইং তারিখে কলাপাড়া পৌর অডিটরিয়াম কমপ্লেস্ক, পটুয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ এর আয়োজন করে। উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ এ জনাব মো: সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল জোনাল অফিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ ইকবাল মহসীন, পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয় এবং জনাব মো: মাহবুব-উল আলম, উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো: জুয়েল মিয়া, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম এবং ব্যাংকের লীড শাখা খেপুপাড়া শাখার ব্যবস্থাপক জনাব মীর তৌহিদ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল থেকে ২ শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

স্কুল ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর প্রধান প্রধান সড়কে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র‌্যালীর আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ এ কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.