আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

সাউথইস্ট ব্যাংক মেটলাইফ বাংলাদেশের সাথে গ্রুপ বীমার জন্য চুক্তি স্বাক্ষর করেছে

নিজস্ব প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারী এবং এবং তাদের উপর নির্ভরশীলব্যাক্তিবর্গের জন্য গ্রুপ লাইফ, গ্রুপ মেডিকেল এবং গ্রুপ মেটারনিটি বীমা পলিসির আওতায় সমন্বিত গ্রুপ বীমা সুবিধা প্রদান করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায় ব্যাংকের ৩,১০০ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য “গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স” এর আওতায় স্বাভাবিক মৃত্যু, স্থায়ী সম্পূর্ণ বা আংশিক অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু ক্ষেত্রে বিমার দ্বিগুণ কভারেজ প্রদান করা হবে। সেই সাথে “গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স” এর আওতায় কর্মকর্তা, তাদের স্ত্রী/স্বামী এবং ২৩ বছরের নিচে দুই সন্তানের জন্য ইন-পেশেন্ট হসপিটালাইজেশন এবং ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ ১৪টি জটিল রোগের এক্সটেন্ডেড ইন-পেশেন্ট হসপিটালাইজেশন চিকিৎসা ব্যয় কভার করা হবে। এছাড়া, “গ্রæপ ম্যাটারনিটি ইন্স্যুরেন্স” এর আওতায় মহিলা কর্মকর্তা এবং পুরুষ কর্মকর্তাদের স্ত্রীদের জন্য মাতৃত্বকালীন সিজারিয়ান ডেলিভারি, নরমাল ডেলিভারি এবং গর্ভপাতের ইন-পেশেন্ট খরচ কভারেজ প্রদান করা হবে, যা দুই সন্তানের জন্য সীমাবদ্ধ।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে সাউথইস্ট ব্যাংক।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক, জনাব নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেছেন যে, বহু প্রতীক্ষিত গ্রæপ ইনস্যুরেন্স সুবিধাটি কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করবে, অপ্রত্যাশিত চিকিৎসা খরচ থেকে সুরক্ষা প্রদান করবে এবং আর্থিক নিরাপত্তা ও মানসিক শান্তি প্রদান করবে। তিনি আরও বলেন, ২০২৫ সালে ব্যাংকের ৩০তম বার্ষিকী উপলক্ষে “অ্যা জার্নি অফ ম্যাচুরিটি, স্ট্যাবিলিটি এন্ড কনসলিডেশন” শিরোনামের অধীনে, এই গ্রæপ ইনস্যুরেন্স সুবিধাগুলি কর্মচারীদের আরও বেশি আত্মনিবেদিত, উৎসাহী, সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে, যা ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি এবং সাফল্যে অবদান রাখবে।

মেটলাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, “কর্মীদের জন্য বীমা কভারেজ প্রদানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক তাদের ৩০ বছরের বছরের সফল যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক যোগ করেছে। বিশ্বমানের বীমার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী ও জনাব মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশ এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন জনাব জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব আলা উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.