আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে রাঙামাটিতে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র উদ্যোগে আজ (১৫ জানুয়ারি ২০২৫) রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণে জেলার ১০টি উপজেলার প্রায় ১৬০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। তিনি বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইউসিবি প্রান্তিক কৃষকদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে। কৃষক যাতে সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সে জন্য তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

জনাব সিদ্দিক আরো বলেন, আজকাল কৃষি আর আগের মতো সহজ সরল নয়। এটি হয়ে উঠেছে একটি জটিল ব্যবসা। সফল কৃষক হতে হলে শুধু জমি চাষ করলেই হবে না, উদ্যোক্তা হতে হবে। নতুন নতুন উদ্যোগ নিতে হবে, সৃজনশীল হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

একজন সফল কৃষি উদ্যোক্তা হতে হলে আবহাওয়া, বাজারের চাহিদা, জমির উর্বরতা ইত্যাদি বিবেচনা করে কোন ফসল লাগালে বেশি লাভ হবে তা আমাদের জানতে হবে। কোথায় ভালো বীজ, চারা, পোনা ও বাচ্চা পাওয়া যাবে: ভালো মানের বীজ, চারা, পোনা ও বাচ্চা ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে তা যেমন জানতে হবে, তেমনি উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করবেন, কোথায় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে: বাজার সম্পর্কে সঠিক তথ্য থাকলে উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়া যাবে-এসব বিষয়ও জানতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে সিম্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শেখ মো: এরশাদ বিন শহীদসহ ইউসিবির কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৬০টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান ‘দূরত্ব’ কমিয়ে আনা, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.