আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন হেড অব লিগ্যাল হিসেবে মোরশেদ উল্লাহর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে যোগ দিয়েছেন মোরশেদ উল্লাহ। গুরুত্বপূর্ণ এ পদের পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

মোরশেদ ২০১৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে লিগ্যাল কাউন্সেল হিসেবে যোগ দেন এবং সর্বশেষ কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ‘হেড অব লিগ্যাল’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসি-তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন এবং বাংলাদেশের নিম্ন আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত অভিজ্ঞতা ২১ বছরেরও বেশি।

মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং চার্টার্ড ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিআইএসআই) থেকে ইসলামিক ফাইন্যান্স লেভেল-৩ কোয়ালিফিকেশন অর্জন করেছেন।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে মোরশেদ উল্লাহকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিভিন্ন শিল্প সম্পর্কে তিনি গভীর জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রমাণ রেখেছেন। আমি বিশ্বাস করি, দেশের পরিবর্তনশীল অর্থনৈতিক ও নিয়ন্ত্রক প্রেক্ষাপটে তার দিকনির্দেশনা আমাদের টেকসই প্রবৃদ্ধির যাত্রাকে আরও সমৃদ্ধ করবে। ‘

১২০ বছর ধরে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়নকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছে। সামাজিক উন্নয়ন, সেবার পরিসর বৃদ্ধি ও সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতিতে অবদান রাখছে ব্যাংকটি। ২০২৪ সালে ব্যাংকটি এই প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ ২৯টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.