ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় আজ শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম জাতীয় পুরুষ ও নারী ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫।’ দুই বিভাগে আটটি দলের অংশগ্রহণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে রোববার পর্যন্ত।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও জাপান হতে আমন্ত্রিত প্রধান প্রশিক্ষক মাসুমি জিন্ন (সিইও, এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়ন)। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী পুরুষ ও নারী বিভাগের রাউন্ড রবিন লিগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ ০৯-০২ গোলে হারায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা নারী দল ০৬-০২ গোলে হারায় নারায়ণগঞ্জ নারী দলকে। পরবর্তী খেলায় শরীয়তপুর নারী দল ০৫-০০ গোলে নারায়ণগঞ্জ নারী দলকে এবং ঢাকা জেলা নারী দল ০২-০০ গোলে স্যান্ড এঞ্জেলস নারী দলকে হারায়।
আগামীকাল শনিবার দিনব্যাপী সকল দলের মধ্যকার রাউন্ড রবিন লিগের বাকি খেলা অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো— বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টিং ক্লাব। নারী বিভাগে রয়েছে— নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা।
উভয় বিভাগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।