সাপ্তাহিক দর পতনের শীর্ষ ফাইন ফুডসের
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ জানুয়ারি) প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতন বা লুজারের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান নিয়েছে ফাইন ফুডসের শেয়ার। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৮.৬৬ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮.৩৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ২০ পয়সা।
১১.৪৩ শতাংশ দর কমে সাপ্তাহিক দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৬৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১০.২৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১০.১৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯.৪৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৮.৩৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮.১৬ শতাংশ দর কমেছে।