আজ: শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ইং, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০২৫, শনিবার |

kidarkar

চার দশক পর ঘটনার পুনরাবৃত্তি, ট্রাম্পের শপথ ইনডোরে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহে। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এরকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া। গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা পড়েছে ওয়াশিংটন ডিসিতে।
সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে দেশটির রাজধানী শহরে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।

তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন।

মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ট্রাম্প যখন নিজের প্রথম দফায় প্রেসিডেন্ট হিসবে শপথ নিয়েছিলেন তখনও শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.