সামিট অ্যালায়েন্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শিপিং ব্যবসা শুরু
শেয়ারবাজার ডেস্ক : পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড (সিটিএসএল) ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে। আজ সোমবার ২০ জানুয়ারি, ২০২৫ তারিখ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সিটিএসএল গত জুলাইয়ে হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের (হেলম্যান) স্থানীয় এজেন্ট হিসেবে ব্যবসা শুরু করলেও সোমবার তা জানানো হয়। ওই ব্যবসার ইতিবাচক প্রতিফলন সামিট অ্যালায়েন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) আর্থিক হিসাবে পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস ইন্টারন্যাশনাল জিএমবিএইচের ব্যবসায়িক কার্যক্রম জোরদার এবং বাংলাদেশে সরাসরি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৯ জানুয়ারি একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি করেছে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড।