বাস্তব-কে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: নন-প্রফিট ও স্বেচ্ছাসেবী উন্নয়নসংস্থা ‘বাস্তব’-কে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এর ফলে বাস্তব-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস ও এফডি সুবিধাসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক বিশেষায়িত ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বাস্তব-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রুহি দাস এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাস্তব-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জামাল হোসেন এবং ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) হরি নারায়ণ দাস তাঁদের টিমসহ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার।
বাস্তব হলো আত্মোন্নয়নকেন্দ্রিক এমন একটি উদ্যোগ, যা বাংলাদেশের ১০টি জেলায় ১ লাখেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের সাথে কাজ করছে।